শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ্র্যামি বিজয়ী গায়িকা ডাফি এক দশকেরও বেশি সময়ের নীরবতা ভেঙে টিকটকে ফিরে এসেছেন। তার জনপ্রিয় গান ‘মার্সি’–এর রিমিক্স রেকর্ড করেছেন তিনি। সেটির প্রচারের অংশ হিসেবে টিকটকে তার ক্যামিও উপস্থিতি দেখা গেছে। এ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

‘ইমোশন’ নামের একটি মিউজিক প্রোডাকশন কোম্পানি তাদের পোস্টে জানিয়েছে, ডাফি তাদের সঙ্গে ইউ. কে. গ্যারেজ মিক্স তৈরি করছেন। সেই পোস্টে ডাফিকে তার ২০০৮ সালের হিট গান ‘মার্সি’–তে লিপ–সিঙ্ক করতে দেখা যায়। ক্যামেরার দিকে তিনি একটি দুষ্টুমিষ্টি চোখ টিপিও দেন।

‘মার্সি’ গানটি ব্রিটেনের ওয়েলসে জন্ম ও বেড়ে ওঠা এ শিল্পীর প্রথম অ্যালবাম ‘রকফেরি’–এর একটি ট্র্যাক। এটি গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছিল। ডাফি ‘মার্সি’ গানের জন্য সেরা নারী পপ ভোকাল পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছিলেন এবং সেরা নতুন শিল্পীর তালিকায়ও তার নাম ছিল। পরবর্তীতে তিনি আরও একটি অ্যালবাম প্রকাশ করেন এবং মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন। কিন্তু ২০২০ সালে জানান, তাকে মাদক খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল। সে সময় তিনি ধর্ষণেরও শিকার হয়েছেন। এ কারণেই দীর্ঘদিন জনসমক্ষে আসেননি।

ডাফি সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে লিখেছিলেন, ‘অনেকেই জানতে চান, আমার কী হয়েছিল, আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম এবং কেন? সত্যিটা হলো, বিশ্বাস করুন, আমি এখন ঠিক আছি এবং নিরাপদ, আমাকে ধর্ষণ করা হয়েছিল, মাদক খাইয়ে অজ্ঞান করা হয়েছিল এবং কয়েক দিন ধরে আটকে রাখা হয়েছিল। অবশ্যই আমি বেঁচে গেছি, কিন্তু সুস্থ হতে অনেক সময় লেগেছে। এটা বলার কোনো সহজ উপায় নেই। তবে আমি আপনাদের বলতে পারি, গত দশ বছরে, বহু দিন আমি আবার সূর্যের আলো অনুভব করতে চেয়েছি, এখন সেটি পাচ্ছি।’

এ পোস্টের দুই মাস পর, আরও হৃদয়বিদারক বিবরণ দেন ডাফি।

একটি ব্লগ পোস্টে তিনি লেখেন, ‘সেদিন আমার জন্মদিন ছিল। একটি রেস্তোরাঁয় আমাকে মাদক খাইয়ে অজ্ঞান করা হয়, এরপর চার সপ্তাহ ধরে মাদক দেওয়া হয় এবং বিদেশে নিয়ে যাওয়া হয়। আমি বিমানে ওঠার কথা মনে করতে পারি না, যখন জ্ঞান ফেরে বুঝতে পারি একটি চলমান গাড়ির পেছনের সিটে রয়েছি।’

তিনি জানান, তাকে একটি হোটেল রুমে নিয়ে গিয়ে অপহরণকারী ধর্ষণ করেন। সেই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250