শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

সুযোগ পেয়েও কাজে না লাগানোয় মাশরাফীর ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার হাতছানি। ১২ ওভার ১ বলে করতে হতো ১১৬ রান। অথচ সেই সুযোগটি নেয়নি বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।

তিনি লিখেছেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিত।’

আরো পড়ুন : দেশের মানুষকে কষ্ট দিয়েছি, দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি : শান্ত

তিনি আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশা আল্লাহ।’

আসরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। ৪৯ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। এ নিয়ে মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলার দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্রেফ ম্যাচটা জিতি।

প্রথমবারের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।’

এস/ আই.কে.জে/

মাশরাফী বিন মোর্তজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250