ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আজ সোমবার (২৬শে মে) শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্য দিয়ে মুম্বাইয়ে ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো। বৃষ্টির কারণে শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মুম্বাইয়ের দিকে অগ্রসর হয়েছে। সাধারণত ১১ই জুন মৌসুমি বায়ুর আগমন ঘটে। অর্থাৎ এবার ১৬ দিন আগেই বর্ষাকাল এসেছে।
টানা ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবারের বৃষ্টিপাত ১৯১৮ সালের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।
বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) রেকর্ড অনুযায়ী, গতকাল রোববার (২৫শে মে) মধ্যরাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
কলাবা অবজারভেটরির তথ্য অনুযায়ী, এ সময় মুম্বাইয়ে সর্বোচ্চ ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১৯১৮ সালের মে মাসে। তখন ২৭৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে সাধারণত বর্ষা মৌসুম শুরু হয় ১১ই জুন। গত বছর শুরু হয়েছিল ৬ই জুন। কিন্তু গতকাল রোববার রাত থেকে বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে ৭৫ বছরের মধ্যে আগাম বর্ষা শুরু হয়ে গেল।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সুষমা নায়ার পিটিআইকে বলেছেন, ২৬শে মে মুম্বাইয়ে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে মৌসুমি বায়ু বয়ে গেছে। গত ৭৫ বছরে এটিই সবচেয়ে আগেভাগে বর্ষা আসার রেকর্ড।
বৃষ্টির কারণে মুম্বাই, থানে, রায়গড় এবং রত্নগিরিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কর্ণাটক, কেরালা ও তামিলনাডুর কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন