শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও এর আগেই ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল। তবে আমেরিকা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল।

এদিকে হামলার সতর্কতা হিসেবে ইরানের বেশ কয়েকটি শহরের আকাশে শুক্রবার (১৯শে এপ্রিল) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটির ইসফাহান শহরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় বেশ কয়েকটি শহরে ইরান তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে।

আরও পড়ুন: ‘ইরানের হামলার জবাব দিতে ইসরায়েল শুধু সিদ্ধান্ত নেবে'

এর আগে ১লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। সেই হামলার জবাবে দেশটির ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা, এবিসি নিউজ

এসকে/ 

ইরান ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন