শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘ইরানের হামলার জবাব দিতে ইসরায়েল শুধু সিদ্ধান্ত নেবে'

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলার জবাব কীভাবে ও কবে দেওয়া হবে এই বিষয়ে কেবল ইসরায়েল সিদ্ধান্ত নেবে।  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে এক বৈঠকে এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে (ইরান ইস্যুতে) পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নেবে।’

আরো পড়ুন: নেসলের বিরুদ্ধে ভারতে তদন্ত শুরু

প্রসঙ্গত, প্যালেস্টাইন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। চলমান এই বৈরীতার মধ্যেই গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

সূত্র: বিবিসি 

এইচআ/  আই.কে.জে

বেঞ্জামিন নেতানিয়াহু ইরান-ইসরায়েল সংকট

খবরটি শেয়ার করুন