বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যত সময় যাচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ততই কমে আসছে। কারণ, নিরাপত্তাইস্যুতে ভারতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ সপ্তাহেই।

বিশ্বকাপে বাংলাদেশের খেলার ব্যাপারে আইসিসির প্রতিনিধি দল শনিবার (১৭ই জানুয়ারি) ঢাকায় এসেছিল। বরাবরের মতো বিসিবি এবারও ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে। এরই মধ্যে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা চলতি সপ্তাহের বুধবারের (২১শে জানুয়ারি) মধ্যেই হবে। গত পরশু সভায় বিসিবিকে আইসিসি ডেডলাইন ঠিক করে দিয়েছে বলে ক্রিকইনফো জানতে পেরেছে। ভারতে তেমন কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে বিসিবির সঙ্গে সবশেষ সভায় তা আশ্বস্ত করেছে আইসিসি।

সূচি অনুযায়ী বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আয়ারল্যান্ড খেলবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলো হবে ভারতে। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাঠে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিও কনফারেন্সে কথাবার্তাও বলেছে তারা। গতকাল বিসিবি-আইসিসির আলাপ-আলোচনার পর ক্রিকবাজসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘বর্তমান সূচি থেকে আমরা সরছি না। এমন নিশ্চয়তা আমাদের দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অবশ্যই আমরা শ্রীলঙ্কায় খেলব।'

আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সশরীর থাকার কথা থাকলেও ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীর উপস্থিত হতে পারেননি এবং ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। কোনো সুরাহা না হওয়ায় আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

নিরাপত্তার শঙ্কায় ৪ঠা জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ৭ই ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে তাদের চার ম্যাচের তিনটিই কলকাতায়। একটি হবে মুম্বাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে 'সি' গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, সেক্ষেত্রে স্কটল্যান্ডকে আইসিসি প্রস্তুত করে রাখছে বলে ক্রিকইনফোর গতকালের প্রতিবেদনে জানা গেছে।

জে.এস/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250