বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

আলোচিত সিনেমা ‘জয়া আর শারমিন’ মুক্তি পাচ্ছে আগামী মাসে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২০ সালে করোনার সময়ে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। সবাই হয়ে পড়েছিলেন ঘরবন্দী। বদলে গিয়েছিল সবার জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘জয়া আর শারমিন’। শুটিংও হয়েছে করোনার সময়ে। অবশেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। আগামী মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন। এমনটা নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু আর খান।

আমাদের দেশে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা হাতেগোনা। এখনো নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস দেখান না অনেকে। সেখানে জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। এতে জয়া আর শারমিন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।

সিনেমার সহপ্রযোজক হিসেবেও আছেন জয়া। অন্যদিকে দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা মহসিনা আক্তারকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়।

করোনার সময়ে দেশজুড়ে যখন লকডাউন চলছে, তখন অন্য আর দশজন মানুষের মতোই অভিনেত্রী জয়া আহসান শুরু করেন ঘরবন্দী জীবন। সেই জীবনে বৈচিত্র্য খুঁজতে অনলাইনে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি রাজপথে খাবারের অভাবে থাকা প্রাণীদের বাঁচাতে কাজ করেছেন। 

তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও কাজটি শুরুর পর বদলে যায় পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি রূপ নেয় ফিচার ফিল্মে। তখন বিষয়টি নিয়ে কিছু জানাননি জয়া। 

২০২২ সালে অভিনেত্রী জানান, তারা জয়া আর শারমিন নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত শনিবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে জানানো হয়, শিগগির আলোর মুখ দেখবে সিনেমাটি।

জয়া আর শারমিন সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম মাটি ও পিপলু আর খান। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন