শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার (১৭ই নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা কাস্টমস হাউসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মো. আবদুর রহমান খান বলেন, যে সকল এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে, এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এয়ারক্র্যাফটের অনেক স্পর্শকাতর জায়গা থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এই সকল যাত্রীদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড। 

যাত্রীসেবা নিয়ে তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা নিয়ে বিভিন্ন সংস্থা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।  যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিমানবন্দরের ভিতরে কাস্টমস হেল্প ডেক্সের মাধ্যমে যাত্রীসেবা আরও ত্বরান্বিত হবে। কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহালের কোন অভিযোগ আসলেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। প্রবাসী যাত্রীদের সেবার মান সমুন্নত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। কাস্টমসের কর্মকর্তারাও সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাসন আহমদ, ফারজানা আফরাজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো. মোয়াজ্জম হোসেন, ড. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান, মোবারা খানম, মোহাম্মদ শহীদুল ইসলাম, সিফাত-ই-মরিয়ম, মো. আল-আমিন প্রমুখ।

ওআ/কেবি

এনবিআর চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250