ছবি: সংগৃহীত
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এ প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। প্রথম রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী। আর তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর। খবর হিন্দুস্তান টাইমসের।
রোববার (৬ই এপ্রিল) রাতে প্রচারিত হয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে। বিজয়ী মানসী ঘোষ ট্রফির পাশাপাশি পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এ ছাড়া বেশ কিছু প্লেব্যাকের অফারও জমা হয়েছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তার সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের অন্যতম বিচারক বাদশা। ইতিমধ্যেই শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন মানসী।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী বলেন, ‘আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গিয়েছে।’
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ। মাত্র চার বছর বয়সে মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু তার। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন মানসী। স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬ বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী প্রচুর স্টেজ শো করেছেন, সমানতালে পড়াশোনাও চালিয়েছেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন