শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মুক্তির জন্য ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইমরান খানের দুই ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ইমরান খানের সঙ্গে দুই পুত্র সুলেমান ও কাসিম। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাগারে বন্দী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তার দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। ২৮ বছর বয়সী সুলেমান ও ২৬ বছরের কাসিম ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তারা দুজনই ব্রিটিশ নাগরিক।

আজ বুধবার (১৪ই মে) ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, সুলেমান ও কাসিম প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের বাবার বিষয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, আইনি ও অন্যান্য সব পথ ব্যর্থ হওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ৭২ বছর বয়সী ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান। একটি দুর্নীতি মামলায় তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১৫০টি অভিযোগ রয়েছে। তবে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে করে আসছে।

মারিও নাওফাল নামে ব্রিটেনের এক সিটি সাংবাদিক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী কনিষ্ঠ পুত্র বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি—আর সেটা ট্রাম্পের মতো ব্যক্তিত্বের মাধ্যমেই সবচেয়ে কার্যকর হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসুক।’

দুই ভাই তাদের বাবাকে ‘নায়ক’ আখ্যা দিয়ে বলেন—এতদিন তারা প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু এখন আর চুপ থাকা সম্ভব হচ্ছে না।

তারা অভিযোগ করেন, পাকিস্তান সরকার ইমরান খানকে বিচ্ছিন্ন করে রেখেছে। অন্ধকার কক্ষে দীর্ঘদিন একা আটকে রেখেছে। চিকিৎসক বা বাইরের জগতের সঙ্গে কোনো সংযোগ নেই তার। আদালত সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি দিলেও দুই থেকে তিন মাস পরপর তাদের বাবার সঙ্গে কথা বলার সুযোগ হয়।

তাদের মা জেমিমা গোল্ডস্মিথ গত অক্টোবরে অভিযোগ করেছিলেন, ইমরান খানকে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি তার সেলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

এইচ.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250