শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণ করতে চাওয়া বিধায়কের ছেলেকে মারধরের মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (২৮শে ডিসেম্বর) গ্রেপ্তারের পর রাজ্যের মুর্শিদাবাদের শক্তিপুর থানায় তার ছেলে গোলাম নবী আজাদকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর এনডিটিভির।

পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা বলে ২২শে ডিসেম্বর ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল গড়েন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু ছেলে গ্রেপ্তার হওয়ায় দল গঠনের এক সপ্তাহ পার না হতেই বড় ধরনের ধাক্কা খেলেন তিনি।

গত মাসে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দেন বিধায়ক হুমায়ুন কবীর। এরপর ৫ই ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। পরের দিনই তিনি ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোববার ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে হুমায়ুন কবীর তার সব কর্মসূচি বাতিল করে থানায় ছুটে যান। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রোববার রাতে বন্ডে সই করে ছেলেকে ছাড়িয়ে আনেন তিনি। গোলাম নবী আজাদের বিরুদ্ধে মারধরের মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুনের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যের নাম জুম্মা খান। রোববার ভোরে ছুটি নিয়ে হুমায়ুনের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। খবর পেয়ে হুমায়ুনের কার্যালয়ে ছুটে আসেন তার ছেলে। সেখানে জুম্মা খানের সঙ্গে তারও কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জুম্মা খানকে তিনি মারধর করেন বলে অভিযোগ। এরপর জুম্মা খান মামলা করলে গোলাম নবীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়তেই হুমায়ুন কবীরকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, যিনি নিজের নিরাপত্তারক্ষীকে সামলাতে পারেন না, তিনি কীভাবে বাংলা সামলাবেন? বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এসব কর্মকাণ্ড হুমায়ুন কবীরকে আরও জনপ্রিয় করার চেষ্টা।

বাবরি মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250