বুধবার, ২৯শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজমিস্ত্রির মেয়ে চান্স পেলেন মেডিকেলে, পরিবারের সঙ্গে খুশি এলাকাবাসীও *** তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য : অমিতাভ বচ্চন *** পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন আলোচিত শেখ সাদী *** অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক *** ‘মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’ *** অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত *** সারা দেশে ৩০ টাকা দরে চাল দেবে সরকার *** রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত *** মার্চ থেকে টাঙ্গাইলের শালবন উদ্ধার কার্যক্রম শুরু হবে: পরিবেশ উপদেষ্টা *** ‘গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘স্টেডিয়াম না বানিয়ে নিত্যপণ্যের দাম কমাতে নজর দিন’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনূস সরকারকে জ্যামে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, ‘সেই জ্যামে পড়ে অন্তর্বর্তী সরকার এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে, কোনটা পরে করবে- এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান, এক বছরে পারবেন না অনেক বছর লাগবে। চাল ডাল তেল পানির দাম কমানো যায় কি না সেদিকে দেখেন।’

রোববার (১৭ই নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব রাজনীতিবিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা করে ‘জাগ্রত বাংলাদেশ’।

আব্দুস সালাম বলেন, ‘একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ড. ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে- তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমন এ সরকারকে দরকার, ঠিক তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার।’

আরও পড়ুন: র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

তিনি বলেন, ‘এটাতো সবচেয়ে লজ্জার ব্যাপার যে ৫ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র-জনতা আহত হলো, পঙ্গু হলো তাদের তিন মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্যতো আর কিছু নেই। দুর্ভাগ্য হলো তারা (সরকার) কোনটা আগে করবে কোনটা পরে করবে, তাদের চিকিৎসা না করে তারা (সরকার) ঘোষণা দিচ্ছে আড়াইশ স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এ দায়িত্ব তাদের? তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া।’

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা আরও বলেন, ‘সামনে রমজান মাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে। দেখলাম ট্রাকও যাচ্ছে, মানুষও তার পেছনে দৌঁড়াচ্ছে। আলামত ভালো না। দৃষ্টিটা ওইদিকে দেন। নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ডেঙ্গু, যানজট এগুলো কীভাবে কমাবেন সেদিকে নজর দেন। স্টেডিয়াম বানাতে যাবেন না। শেখ হাসিনাও ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তাই আজ যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন। কর্মসূচি কমিয়ে আনেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এতে বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসি/কেবি

নিত্যপণ্যের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন