ছবি: সংগৃহীত
গাজায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন অধিকাংশ ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল আদৌ গাজায় যুদ্ধের ইতি টানবে কিনা, তা নিয়েও সন্দিহান ফিলিস্তিনিরা। সাম্প্রতিক একটি জরিপের ভিত্তিতে এ তথ্য জানায় মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীর ও গাজাজুড়ে একটি জরিপ চালিয়েছে ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র (পিসিপিএসআর)। গত ২২শে থেকে ২৫শে অক্টোবর এ জরিপ পরিচালিত হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, জরিপে অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি নিরস্ত্র না হলে ইসরায়েল আবার হামলা জোরদার করতে পারে, এমন আশঙ্কা থাকার পরও হামাস নিরস্ত্রের পক্ষে নন তারা।
জরিপের ফলাফলের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে পশ্চিম তীরে। সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ ফিলিস্তিনি বলেছেন, তারা চান হামাসের সশস্ত্র শাখা নিজেদের অস্ত্র পরিচালনা অব্যাহত রাখুক।
অধিকৃত পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীন পরিচালিত হয়। এটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ নিয়ন্ত্রিত। ফাতাহের সঙ্গে হামাসের মতবিরোধ রয়েছে।
গাজার ৫৫ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। মোট ১ হাজার ২০০ ফিলিস্তিনি এ জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৭৬০ জন অধিকৃত পশ্চিম তীর এবং ৪৪০ জন গাজার বাসিন্দা।
জে.এস/
খবরটি শেয়ার করুন