মধুখালী উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী মুরাদুজ্জামানের গণসংযোগ

নিউজ ডেস্ক
🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ মে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান। শনিবার তিনি কামালদিয়া, গাজনা, রায়পুরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং কয়েকটি উঠান বৈঠকে অংশ নেন। তার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন কর্মী-সমর্থকরা।
এ সময় তার পক্ষে প্রচারণা চালানো আড়পাড়া ইউপির চেয়ারম্যান বদিউজ্জামান বাবু বলেন, আমরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে আসেন।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুরাদুজ্জামান বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। যদিও একজন ভাইস চেয়ারম্যানের পক্ষে জনগণের জন্য কাজ করার সুযোগ সীমিত। তবু আমি যথাসম্ভব চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। তিনি বলেন, আমার বিগত দিনের কাজের প্রতি আস্থা রেখেছেন বলেই জনগণ আমার পক্ষে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৯১ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৭ হাজার ৩৪৮ জন।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন

সারা বছর আম খেতে চাইলে সংরক্ষণ করবেন যেভাবে
🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

বেশি হলুদ খেলে কী হয়
🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

ইলিশ খিচুড়ির রেসিপি
🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

বৃষ্টি বিলাসী খিচুড়ি
🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’
🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫