সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

এবার হামলার মামলায় আসামি হলেন মমতাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে দুটি হত্যা মামলার পর এবার হরিরামপুরে নাশকতা মামলার আসামি হলেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মামলার আসামি হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসারসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে হামলা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার বাসভবন ভাংচুরের ঘটনায় এ মামলা করা হয়।

প্রায় আড়াই বছর পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২৯শে অক্টোবর) মামলা দায়ের করেন। ওই মামলায় ৮৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ২০২২ সালের ৩০শে মে বেলা ১১টায় সাবেক মন্ত্রী, চারবারের এমপি এবং বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খানের (মুন্নু) মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের আন্ধারমানিক বয়ড়া গ্রামের বাসভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সংগীতশিল্পী মমতাজ বেগম, হরিররামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দেওয়ান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম মোল্লা, তার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল হাসান রাজিব, আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন খানসহ (কুন্নু) ৮৬ জন ও অজ্ঞাত আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে লোহার গেট ভেঙে সভাস্থলে উপস্থিত লোকজনকে লাঠি, রড, বাটাম ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ সময় সভাস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল, মাইকসহ বাসভবনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

আরও পড়ুন: পর্যটকদের জন্য উন্মুক্ত হলো রাঙামাটির দুয়ার

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা বন্দুক প্রদর্শন করে সন্ত্রাসের রাজত্ব কায়েমসহ ভবিষ্যতে সভা-সমাবেশ করলে সকলকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে বাদী থানায় মামলা করতে গেলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় থানায় মামলা গ্রহণ করেনি। এ ঘটনায় মঙ্গলবার হরিরামপুর থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মামলার পরপরই মঙ্গলবার রাতে আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতিকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে হত্যা মামলার আসামি হন মমতাজ। ২০১৩ সালের ২৪শে ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুনবাজার এলাকায় মিছিল বের করেন ইসলামি সমমনা দলগুলোর নেতাকর্মীরা। এ সময় মিছিলে করা গুলিতে চার জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলার আসামি হন আওয়ামী লীগের সাবেক এই এমপি।

এসি/কেবি

মমতাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন