বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

নিষেধাজ্ঞা পেরিয়ে কানে ইরানি নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে এলেন ইরানি নির্মাতা জাফর পানাহি। ২০০৩ সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল এ উৎসবে। ওই বছর কানের আ সার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল তার ‘ক্রিমসন গোল্ড’। 

এবার তিনি নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। ২০শে মে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারে অভিনয়শিল্পীদের নিয়ে যোগ দেন জাফর পানাহি। খবর ফিল্ম-ফেয়ারের।

জাফর পানাহির প্রতিটি সিনেমায় উঠে এসেছে মানুষ ও মানবতার কথা। সিস্টেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি সিনেমার মাধ্যমে। তাই ইরান সরকার বারবার খড়্গহস্ত হয়েছে তার বিরুদ্ধে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। 

২০১০ সালে জাফর পানাহির চলচ্চিত্র নির্মাণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা দেন দেশটির আদালত। ২০২২ সালেও গ্রেপ্তার করা হয়েছিল পানাহিকে। সেবার প্রায় আট মাস ছিলেন কারাগারে।

তবে কোনো বাধাই তাকে নির্মাণ থেকে পিছু হটাতে পারেনি। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও ঘরে বসে সিনেমা বানিয়েছেন। সর্বশেষ ২০১৮ সালে তার ‘থ্রি ফেসেস’ সিনেমাটি যখন কানে সেরা চিত্রনাট্যের জন্য পাম দ্য’র পুরস্কার পায়, তখন গৃহবন্দী থাকায় উৎসবে যোগ দিতে পারেননি।

সব নিষেধাজ্ঞা ও মামলার জটিলতা পেরিয়ে জাফর পানাহি ২২ বছর পর নতুন সিনেমা নিয়ে কান উৎসবে ফিরেছেন এ বছর। ২০শে মে তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটির প্রিমিয়ার দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন পানাহি। সিনেমা শেষ হওয়ার পর প্রায় আট মিনিট ধরে দর্শকদের করতালি পান।

প্রদর্শনী শেষে জাফর পানাহি স্মরণ করেন সেসব নির্মাতা ও অভিনয়শিল্পীকে, যারা এখনো ইরানের কারাগারে বন্দী। তিনি বলেন, ‘আজ আমি এখানে এসে সেই একই রকম আবেগ অনুভব করছি। কিন্তু আমি কীভাবে আনন্দিত হব? কীভাবে মুক্তির স্বাদ নেব? যখন আমার অনেক সহকর্মী, নির্মাতা, শিল্পী এখনো ইরানের কারাগারে বন্দী!’ 

এইচ.এস/

কান চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন