বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

নিষেধাজ্ঞা পেরিয়ে কানে ইরানি নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে এলেন ইরানি নির্মাতা জাফর পানাহি। ২০০৩ সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল এ উৎসবে। ওই বছর কানের আ সার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল তার ‘ক্রিমসন গোল্ড’। 

এবার তিনি নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। ২০শে মে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারে অভিনয়শিল্পীদের নিয়ে যোগ দেন জাফর পানাহি। খবর ফিল্ম-ফেয়ারের।

জাফর পানাহির প্রতিটি সিনেমায় উঠে এসেছে মানুষ ও মানবতার কথা। সিস্টেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি সিনেমার মাধ্যমে। তাই ইরান সরকার বারবার খড়্গহস্ত হয়েছে তার বিরুদ্ধে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। 

২০১০ সালে জাফর পানাহির চলচ্চিত্র নির্মাণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা দেন দেশটির আদালত। ২০২২ সালেও গ্রেপ্তার করা হয়েছিল পানাহিকে। সেবার প্রায় আট মাস ছিলেন কারাগারে।

তবে কোনো বাধাই তাকে নির্মাণ থেকে পিছু হটাতে পারেনি। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও ঘরে বসে সিনেমা বানিয়েছেন। সর্বশেষ ২০১৮ সালে তার ‘থ্রি ফেসেস’ সিনেমাটি যখন কানে সেরা চিত্রনাট্যের জন্য পাম দ্য’র পুরস্কার পায়, তখন গৃহবন্দী থাকায় উৎসবে যোগ দিতে পারেননি।

সব নিষেধাজ্ঞা ও মামলার জটিলতা পেরিয়ে জাফর পানাহি ২২ বছর পর নতুন সিনেমা নিয়ে কান উৎসবে ফিরেছেন এ বছর। ২০শে মে তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটির প্রিমিয়ার দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন পানাহি। সিনেমা শেষ হওয়ার পর প্রায় আট মিনিট ধরে দর্শকদের করতালি পান।

প্রদর্শনী শেষে জাফর পানাহি স্মরণ করেন সেসব নির্মাতা ও অভিনয়শিল্পীকে, যারা এখনো ইরানের কারাগারে বন্দী। তিনি বলেন, ‘আজ আমি এখানে এসে সেই একই রকম আবেগ অনুভব করছি। কিন্তু আমি কীভাবে আনন্দিত হব? কীভাবে মুক্তির স্বাদ নেব? যখন আমার অনেক সহকর্মী, নির্মাতা, শিল্পী এখনো ইরানের কারাগারে বন্দী!’ 

এইচ.এস/

কান চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250