ছবি: সংগৃহীত
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো, ঢাকা-রিয়াদ সম্পর্কের বিস্তৃতি ও সৌদিতে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বা কূটনৈতিক সেবার ক্ষেত্রে অবদানের জন্য ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানকে পদক দিয়েছে সরকার।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার (২৮শে জানুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূতকে ‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল-২০২৩’ প্রদান করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতের হাতে এই পদকসহ সম্মাননা তুলে দেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’ পাওয়ায় সৌদির রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রাষ্ট্রদূত ঈসা ঢাকায় পাঁচ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় নিজেকে বাংলাদেশের একজন বন্ধু হিসেবে প্রমাণ করেছেন। তার ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি। এই পাঁচ বছরে শুধু সৌদি আরবেই প্রায় ১৪ লাখ কর্মী গেছেন বাংলাদেশ থেকে।
ঈসা ইউসুফ দুহাইলান ২০২০ সালের মার্চে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।
বিদেশি ও স্থানীয় কূটনীতিকদের জন্য শেখ হাসিনার সরকার ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’ চালু করে। বিদেশি কূটনীতিকদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আল মেহরি ও জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকিকে এর আগে এই মেডেল দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে মেডেলটির নতুন নাম দিয়েছে ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন