বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সময় বাড়লো বেসরকারিভাবে চাল আমদানির

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে চাল আমদানি ও বাজারজাত করার সময় আগামী ১৫ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ই মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য, আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ে। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানি হচ্ছে।

হা.শা./কেবি


চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন