ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ, তবে এখনই সম্পর্ক ছিন্ন করেননি এবং করছেনও না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন। ২০ মিনিটের ফোনালাপে তিনি বলেন রাশিয়া-ইউক্রেন সংকট, ব্রিটেন-আমেরিকার সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
রুশ প্রেসিডেন্টের ওপর তিনি কতটা আস্থা রাখেন—বিবিসির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কারও ওপরই আস্থা রাখি না।’ তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি ইউক্রেনে নতুন করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ার করে দেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প সামরিক জোট ন্যাটোকে সমর্থন জানান। এক সময় এই জোটকে ‘অপ্রাসঙ্গিক’ বললেও এখন তিনি ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতিকে সমর্থন করছেন বলে জানান।
খবরটি শেয়ার করুন