ছবি: সংগৃহীত
সম্প্রতি বইমেলা থেকে বিতাড়িত হওয়ার পর আবার ২৪ ফেব্রুয়ারি বইমেলায় গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও অভিনেত্রী রিয়া মণি।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিরো আলম জানান যে বইটি এবারের বই মেলায় এসেছে সেটি তিনি লেখেননি। বইটি একটি সম্পাদিত বই। বইটি সম্পাদনা করেছেন রাব্বুল ইসলাম খান।
তিনি বলেন, কাউকে শিক্ষিত করার জন্য বই আমি লিখিনি। এতে আমার দেয়া সব রাজনীতি জীবন নিয়ে, আমার জীবন নিয়ে দেয়া সাক্ষাৎকার গুলো রয়েছে।
আরো পড়ুন: কনসার্টে টপস্ খুলে ছুঁড়লেন নারী, যা করলেন অরিজিৎ
এছাড়া রিয়া মণির সঙ্গে হিরো আলমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়ার সঙ্গে আমার যে সম্পর্ক তা বৈধ।
এর আগে বুধবার (২১শে ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী। বইমেলা থেকে বিতাড়িতের ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন তিনি।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সে জন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।
এসি/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন