বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্টে টপস্ খুলে ছুঁড়লেন নারী, যা করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি অরিজিতের লাইভ কনসার্টে এক নারী অনুরাগী এক কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন ওই নারী।সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। 

ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেওয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।

আরো পড়ুন: ‘তুফান’-এ শাকিবের নায়িকা মিমি চক্রবর্তী

শাহরুখ, সালমান থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের বড় বড় সেলেবরাও। তার লাইভ কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। তাই বলে পরনে ট্যাঙ্ক টপ খুলে ছুঁড়ে মারা গায়কের দিকে! 

আর ওই নারী অনুরাগীর কীর্তি দেখে নিজেই অবাক হন অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি ওই নারী অনুরাগীকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল। সামাজিক মাধ্যমে কেউ কেউ আবার ওই নারীকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন। 

এসি/ আই.কে.জে/  


অরিজিৎ কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250