সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে চলছে জাতীয় নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ ভাগ নারী প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার (পহেলা মার্চ) সকাল আটটায়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

কিন্তু শেষদিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভোট গ্রহণের সময় বাড়ানো হতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। অনুমান করা হচ্ছে, এবারের নির্বাচনে ভোট গ্রহণের হার কম হবে এবং রক্ষণশীদের ক্ষমতা আরো পাকাপোক্ত হবে।  

আরো পড়ুন: বয়স ৮১ হলেও দায়িত্ব পালনে সক্ষম বাইডেন: চিকিৎসক

চলমান নির্বাচনে সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন।নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের শতকরা ১৩ ভাগ নারী প্রার্থী। 

উল্লেখ্য, ইরানের সংসদ চার বছরের জন্য নির্বাচিত হয়। 

এইচআ/

ইরান জাতীয় নির্বাচন

খবরটি শেয়ার করুন