ছবি: সংগৃহীত
ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলের সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক বাংলাদেশের। সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা সানজিদা আক্তার।
মঙ্গলবার (৩০শে জানুয়ারি) তিনি ইস্ট বেঙ্গলের জার্সিতে ভারতীয় নারী লিগে প্রথম ম্যাচ খেলেছেন।
নিজেদের প্রথম নারী বিদেশি ফুটবলার সানজিদা আক্তারকে দশ নম্বর জার্সি দিয়েছে ইস্ট বেঙ্গল। ওড়িশার বিপক্ষে তিনি আজ পুরো ম্যাচই খেলেছেন। ইস্ট বেঙ্গল দলটি অবশ্য খুব শক্তিশালী নয়। ভারতের জাতীয় নারী ফুটবল দলের কেউ নেই ইস্ট বেঙ্গলে।
দলটিতে সানজিদার অভিষেক হয়েছে ড্র’য়ের মাধ্যমে। ইস্ট বেঙ্গলের মাঠে ওড়িশা এফসি’র বিপক্ষে গোল করতে পারেননি সানজিদারা। বাংলাদেশের এই তারকা গোলের কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি তাদের।
আরও পড়ুন: ইত্তিহাদ ছাড়ছেন বেনজেমা, রোনালদোর সঙ্গে করতে পারেন জুটি
এদিকে, ম্যাচের ৮৭ মিনিটে খানিকটা ব্যাথা পেয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। প্রতিপক্ষের সীমানায় একটি থ্রো-ইন পায় ইস্ট বেঙ্গল। সেই থ্রো ইন থেকে বল দখলের লড়াইয়ের সময় পড়ে যান সানজিদা। প্রতিপক্ষের ফুটবলাররাও ভারসাম্য হারান। প্রতিপক্ষের ফুটবলারের বুট সানজিদার মাথায় লাগলে আহত হন তিনি। পরে ডাগআউট থেকে দৌড়ে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ম্যাচের বাকি সময় খেলেছেন এই ফুটবলার।
সানজিদার পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ই ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৬ ম্যাচ শেষে ওড়িশা এফসি ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানজিদার দল এক ম্যাচ বেশি খেললেও পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত দলের মধ্যে ৬। সাবিনার কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
এসকে/
খবরটি শেয়ার করুন