রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং তেজগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শামীমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- তেজগাঁও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন।
বিশেষ অতিথি ছিলেন- প্রেস ক্লাবের উপদেষ্টা আনিসুল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাকির হোসেন মাঝি। এছাড়া প্রধান আলোচক ছিলেন ক্লাবের সহ-সভাপতি রাশেদ হোসেন স্বপন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে তেজগাঁও প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়—এটি সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা ক্লাবের অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
দোয়া পরিচালনা করেন হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া আহম্মেদ। দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন সম্পন্ন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- পলাশ খান, নুরুল ইসলাম টিটু, শাহিনুর রশিদ খান, আতিকুর রহমান, মিলন শিকদার, আহমেদ রুহুল, রাজিয়া আক্তার, আল-আমিন বাকী, দিনা করিম, হিলালী হুজ্জাত, বাবুল ইসলাম, নার্গিস চৌধুরী, ফারিয়া তাবাসসুম সেতু, মাসুদুর রহমান মিলু, আশিকুর রহমান, মামুনুর রশিদ জয়, বাহার চৌধুরী, জহুরুল কবীরসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
খবরটি শেয়ার করুন