রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থকষ্ট দেখে অমিতাভকে নিয়ে হাসতো বলিউড : রজনীকান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘দিন কারো জীবনে সমান যায় না’। বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনকেও অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। এক সংগ্রামী জীবন ছিল তারও। দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্তের ভাষ্যে জানা গেলো অমিতাভের অতীত জীবনের কিছু কথা।

শুক্রবার (২১শে সেপ্টেম্বর) চেন্নাইয়ে ‘ভেট্টইয়ান’ সিনেমার অডিও প্রকাশিত হয়। সেখানেই বর্ষীয়ান অভিনেতা অমিতাভের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন রজনীকান্ত। ভারতীয় গণমাধ্যমে আলাপকালে রজনীকান্ত কথা প্রসঙ্গে অতীতে অমিতাভ বচ্চনের আর্থিক সমস্যার কথাও। সেই সঙ্গে কীভাবে তিনি নিজের কাজ ও দক্ষতার মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করে ফিরে আসেন তাও জানান।

রজনীকান্ত আরও বলেন, ‘যখন অমিতাভ জি-সিনেমা প্রযোজনা করা শুরু করেন তখন তিনি বিপুল ক্ষতির সম্মুখীন হন। এমনকী নিজের দেহরক্ষীকে দেওয়ার মতোও টাকা তার কাছে ছিল না। শুধু তাই নয়, তার জুহুর বাসস্থান নিলামে ওঠে। পুরো বলিউড তার দিকে তাকিয়ে হাসাহাসি করেছিল। এরপর ৩ বছরের মধ্যে তিনি অজস্র বিজ্ঞাপনের কাজ করেন, কেবিসি করেন, টাকা উপার্জন করেন এবং জুহুর ওই বাড়ি সমেত একই রাস্তায় তিন-তিনটি বাড়ি কিনেন। অমিতাভ এমনই একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। তার ৮২ বছর বয়স। তিনি এখনো দিনে ১০ ঘণ্টা করে কাজ করেন।

আরও পড়ুন: আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

রজনীকান্ত যোগ করেন, ‘অমিতাভ বচ্চনের বাবা ছিলেন জনপ্রিয় লেখক। তার প্রভাব খাটিয়ে অমিতাভ যা খুশি করতে পারতেন। কিন্তু পরিবারের সাহায্য না নিয়ে এই ক্যারিয়ারে তিনি একা আসেন। একবার অমিতাভ বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েন। সে সময় ইন্দিরা (ভারতের সাবেক প্রধানমন্ত্রী) বিদেশে এক কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেতে তিনি দ্রুত ভারতে ফিরে আসেন। তখনই সাধারণ মানুষ জানতে পারেন যে রাজীব গান্ধী ও অমিতাভের একসঙ্গে পড়াশোনা করেছিলেন।’

এদিকে ‘ভেট্টইয়ান’ সিনেমার মুক্তির জন্য ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ এর মাধ্যমে প্রায় তিনদশক পর আবার একসঙ্গে কাজ করবেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন।

‘ভেট্টইয়ান’ সিনেমায় অমিতাভ বচ্চন সত্যদেব চরিত্রে অভিনয় করেছেন। তবে রজনীকান্তের চরিত্রের নাম এখনো জানা যায়নি। এছাড়া এ সিনেমায় পুলিশ রূপার চরিত্রে দেখা যাবে রিতিকা সিংহকে। এ সিনেমার হাত ধরে প্রথমবার তেলুগু সিনেমায় কাজ করছেন অমিতাভ বচ্চন।

 সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/কেবি

রজনীকান্ত অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন