শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রীকে বিয়ে দিলেন মেয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

একটা সময় নাকি মেয়েরা হয় মায়েদের সবচেয়ে বড় বন্ধু। তারই নজির দেখা গেলো ওপার বাংলার শোবিজ অঙ্গনে! নতুন জীবন বাঁধতে চলেছেন টেলি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। গত শুক্রবার সম্পন্ন হয় অভিনেত্রীর বিয়ে। 

সেই বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীর ১৭ বছরের মেয়েকেও। মাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে এক মুহূর্তের জন্যেও যেন সঙ্গ ছাড়েননি, যেন হাতে ধরেই বিয়ে সেরে দিয়েছেন অভিনেত্রীর।

মল্লিকা ব্যানার্জির বিয়েতে তার মেয়ের অংশগ্রহণ ও অভিনেত্রী কন্যার হবু বাবার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার মুহূর্ত মন কাড়ে সবার। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে বিয়ের সাজে সেজে উঠেছেন মল্লিকা। চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধুরা তার সঙ্গে।

এ সময় মল্লিকার সঙ্গে তার মেয়ের সাবলীল উপস্থিতি মন কাড়ে দর্শকদের। মায়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস, কোলে তুলে শুভদৃষ্টি পর্ব, হবু বাবা ও মাকে নিয়ে ফটোসেশন- সবকিছুতেই মেয়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে।

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন মল্লিকা। সেখানে ভিডিওর ওপরে ক্যাপশনে লেখেন, 'মা বাবা ও মেয়ে, আদুরে ফ্রেম।'

বর্তমানে তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিক্কা। এর আগে, ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বাগদান সারেন অভিনেত্রী। মল্লিকার জীবনে একসময় ভালোবাসা এসেছিল, এবং সে সম্পর্ক থেকে একটি ফুটফুটে কন্যা সন্তানও ছিল, যার নাম গরিমা। তবে সেই বিয়ে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবন কাটান মল্লিকা। এবার মাকে নিজ হাতে বিয়ে দিয়ে ‘সিঙ্গেল মাদার’ এর অবসান ঘটালেন এই তারকা কন্যা। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

ওআ/কেবি


অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250