ফাইল ছবি (সংগৃহীত)
নীল ছবি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানের জনপ্রিয় তারকা কায়ে আসাকুরা। যিনি রে লিল ব্ল্যাক নামেই সমধিক পরিচিত।
সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করে সেখানের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।
বিনোদন জগতের ক্যারিয়ার ছেড়ে তিনি এখন ধর্ম ও আত্মিক প্রশান্তির পথে এগিয়ে গেছেন। নিজের সাফল্য ও আর্থিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও এক ধরনের অভ্যন্তরীণ শূন্যতা অনুভব করতেন।
জীবনের প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করলেও কখনো ভাবেননি যে ধর্মই তার উত্তর হতে পারে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে তিনি মালয়েশিয়া ভ্রমণে যান। সেখানে এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে তার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়।
পুত্রজায়ার একটি মসজিদে প্রবেশের মুহূর্তটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জন্মায়।
পরবর্তীতে তিনি জাপানে ফিরে আসার পর ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন, কোরআনের অনুবাদ পড়েন এবং ইসলামিক স্কলারদের বক্তব্য শোনেন।
২০২৪ সালের অক্টোবরে টোকিওর একটি ইসলামিক সেন্টারে যাওয়ার সময় হিজাব পরিহিত একটি ভিডিও শেয়ার করলে এটি দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে অনেকে সমর্থন করলেও, অনেকে সন্দেহ প্রকাশ করেন, বিশেষ করে তার পূর্ববর্তী ক্যারিয়ারের কারণে।
কিন্তু সমালোচনার মুখেও তিনি থাকেন অবিচল এবং স্পষ্ট জানান যে, তার বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, অন্যদের এটি নিয়ে বিচার করার অধিকার নেই।
পবিত্র মাহে রমজান শুরুর আগে থেকেই রে লিল ব্ল্যাক তার পূর্বের সমস্ত আপত্তিকর কনটেন্ট স্যোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন।
এ ছাড়াও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার নাম ব্যবহার করে প্রকাশিত কোনো ভিডিও প্রকাশ পেলে জানবেন, তা ইসলাম গ্রহণের আগের সময়ে রেকর্ডেড।
এছাড়া রমজানের প্রথমদিন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, আমরা সবাই এ পুরো মাস আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন, পরিবার, ভাই ও বোনদের সঙ্গে ভালো সময় কাটাব। আমি খুবই উচ্ছ্বসিত। আল্লাহ আমাকে ও তোমাদের সবাইকে এ মাস সফলভাবে পার করার শক্তি দান করুন। রমজান মোবারক।’
সূত্র: ইয়াহু নিউজ
ওআ/এইচ.এস
খবরটি শেয়ার করুন