সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে সিনেমার জন্য কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হয়েছেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদ্যা বালানের ‘কাহানি’ সিনেমার সিংহভাগ শ্যুটিং হয়েছে কলকাতার বিভিন্ন রাস্তায়। বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অন্যতম সুপারহিট সিনেমা হচ্ছে ‘কাহানি’। তবে সিনেমাটিতে কাজ করা খুব সহজ ছিলনা বিদ্যার পক্ষে। কলকাতার অলিতে গলিতে শ্যুটিং করতে অকেটাই বেগ পেতে হয়েছিল তাকে। সম্প্রতি জানা গেলো ‘কাহানি’র শ্যুট চলাকালীন কিছু অজানা খবর।

এক সাক্ষাৎকারে, এই সিনেমার শ্যুট চলার সময়কার না জানা কিছু ঘটনা সম্পর্কে জানালেন পরিচালক সুজয় ঘোষ। 

পরিচালক হিসেবে সুজয় ঘোষের প্রথম হিট সিনেমা ছিল ‘কাহানি’। স্বভাবতই এই সিনেমার বাজেট ছিল খুবই কম। একজন নতুন, সাফল্যহীন পরিচালকের পিছনে টাকা ঢালতে তেমন কেউই রাজি ছিলেন না। আর সেসময় নাকি তাকে সাহায্য করে বাঁচান অভিনেত্রী বিদ্যা।

সুজয়ের কথায়, ‘আলাদিনের ব্যর্থতার পর, বিদ্যা সহজেই ‘কাহানি’কে না বলতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি...স্যার (অমিতাভ বচ্চন) এমনকী খান সাহেব (শাহরুখ খান) পর্যন্ত...ভীষণ নিজের কথায় পাকা। তারা যদি কিছু করার প্রতিশ্রুতি দেন তবে তারা তা করেনই। বিদ্যাও সেই ক্যাটাগরিতে পড়ে। সে কাহানির সঙ্গে আটকে ছিল।’

সুজয় আরও বলেন, ‘শুনলে অবাক হবেন, ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থ্যও আমাদের ছিল না। না ছিল শ্যুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা।

এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালানকে পোশাক বদলাতে হত, আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম। আর তার ভিতরে পোশাক বদলাতেন তিনি।’

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি সুজয় ঘোষের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ৮০ কোটি দিয়ে বানানো সেই সিনেমা ১০০ কোটির উপর ব্যবসা করে। আর সেই সময় ১০০ কোটির ঘর পার করা যে কোনো সিনেমার কাছেই ছিল বিশাল ব্যাপার। 

আরও পড়ুন: বান্ধবীকে বিয়ে করলেন অভিনেত্রী রেবেল

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/

বিদ্যা বালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন