শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হতে পারে: প্রেস উইং *** ক্ষোভ-বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন *** অঙ্গীকারনামায় সংশোধনী, তবুও থামছে না বিক্ষোভ *** ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিল পুলিশ, অতঃপর... *** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন *** ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের জয় *** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ

বিশ্বের প্রথম এআই শেফ রেস্তোরাঁ চালু হচ্ছে দুবাইয়ে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে শেফ হিসেবেও থাকবে না কোনো মানুষ। থাকবে এআই মডেল। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

দুবাইয়ের বিখ্যাত স্থাপনা বুর্জ খলিফার কাছে অবস্থিত এ রেস্তোরাঁয় খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করবে একটি উন্নত মানের এআই সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে ‘আইমান’। আইমান হাজার হাজার আন্তর্জাতিক রেসিপি, খাদ্যের উপাদান, স্বাদ উপাদান, রাসায়নিক গঠন, পুষ্টিমূল্য এবং খাদ্যবিজ্ঞানের বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে প্রশিক্ষিত। 

যদিও এটি মানুষের মতো স্বাদ বা ঘ্রাণ গ্রহণ করতে পারে না, তবে এটি প্রতিটি উপাদানের অ্যাসিডিটি, স্বাদের উপাদান এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে একাধিক সম্ভাব্য রেসিপি তৈরি করতে সক্ষম।

প্রস্তুত করা রেসিপিগুলো এরপর চেখে দেখেন অভিজ্ঞ মানব রাঁধুনিরা। প্রতিটি খাবার তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধানে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ রেইফ ওথমান।

উহু নামের এই রেস্তোরাঁর সহপ্রতিষ্ঠাতা আহমেদ ওয়েতুন চাকির বলেন, ‘আমরা কখনোই মানুষের রান্নার দক্ষতাকে প্রতিস্থাপন করতে চাই না। বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সৃজনশীলতার সঙ্গে এআই প্রযুক্তিকে যুক্ত করে রান্নার নতুন এক দিগন্ত উন্মোচন করা।’

এই এআই শেফ শুধু নতুন ধরনের রেসিপিই তৈরি করতে পারে না; বরং পরিবেশবান্ধব রান্নার ধারণাকেও গুরুত্ব দেয়। রান্নার সময় যে উপাদানগুলো সাধারণত ফেলে দেওয়া হয়, যেমন মাংসের চর্বি, হাড় বা কাটা অংশ ইত্যাদি, সেগুলো ব্যবহার করে আইমান সৃজনশীল ও পুষ্টিকর খাবার তৈরি করতে সক্ষম। ফলে খাদ্য অপচয় কমবে এবং রেস্তোরাঁ পরিচালনা হবে আরও টেকসইভাবে।

জে.এস/

এআই শেফ রেস্তোরাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250