বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ *** ‘দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটা যুব, আরেকটা মায়েদের’ *** রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি *** অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগমুহূর্তে কোহলির রহস্যময় বার্তা *** নিজের নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেন মেসি, খেলবেন কারা

ইঁদুরের শুক্রাণুতে পরিবর্তন আনে কোভিড-১৯, অতঃপর...

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ সংক্রমণ ইঁদুরের শুক্রাণুতে এমন পরিবর্তন আনে, যা তাদের সন্তানদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে। আজ শনিবার (১১ই অক্টোবর) প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের ওপর মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাবের ইঙ্গিত। সিডনি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ফ্লোরি ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড মেন্টাল হেলথের গবেষকেরা পুরুষ ইঁদুরকে কোভিড সৃষ্টিকারী ভাইরাস দ্বারা সংক্রামিত করেন। তাদের স্ত্রী ইঁদুরের সাথে মিলিত করান এবং তাদের সন্তানদের স্বাস্থ্যের ওপর প্রভাব মূল্যায়ন করেন।

গবেষণার প্রথম লেখক এলিজাবেথ ক্লিম্যান বলেছেন, ‘আমরা দেখেছি যে, সংক্রামিত পিতাদের সন্তানদের তুলনায় ফলস্বরূপ সন্তানেরা বেশি উদ্বিগ্ন আচরণ দেখিয়েছে।'

সমীক্ষায় দেখা গেছে, কোভিড-সংক্রামিত পিতাদের সব সন্তানই এই পরিবর্তনগুলো প্রদর্শন করেছে। যা ‘পিয়ার-রিভিউ জার্নাল নেচার কমিউনিকেশনসে’ প্রকাশিত হয়েছে। বিশেষ করে, নারীদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসের কিছু জিনের কার্যকলাপে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ দেখা গেছে, যা আবেগ নিয়ন্ত্রণ করে।

গবেষণার সহ-সিনিয়র লেখক ক্যারোলিনা গুবার্ট বলেছেন, ‘এপিজেনেটিক উত্তরাধিকার এবং পরিবর্তিত মস্তিষ্কের বিকাশের মাধ্যমে আমরা সন্তানদের মধ্যে যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছি, তা বৃদ্ধি করতে পারে’।

গবেষকরা বলেছেন, তাদের কাজটিই প্রথম, যা পরবর্তী প্রজন্মের আচরণ এবং মস্তিষ্কের বিকাশের ওপর কোভিড সংক্রমণের দীর্ঘমেয়াদি প্রভাব দেখা গেছে।

ইনস্টিটিউট বলেছে, এটিতে দেখা গেছে, ভাইরাসটি পিতার শুক্রাণুর ‘আরএনএ’-তে অণু পরিবর্তন করেছে। যার মধ্যে কিছু ‘মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জিনের নিয়ন্ত্রণে জড়িত’।

প্রধান গবেষক অ্যান্থনি হান্নান বলেছেন, ‘এই অনুসন্ধানগুলো ইঙ্গিত দেয় যে, কোভিড-১৯ মহামারী ভবিষ্যত প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।’

তিনি আরো বলেছেন, তবে আরো গবেষণার প্রয়োজন ছিল, যার মধ্যে একই পরিবর্তন মানুষের মধ্যে ঘটে কিনা তাও অন্তর্ভুক্ত ছিল। 

হান্নান বলেছেন, ‘যদি আমাদের অনুসন্ধানগুলো মানুষের মধ্যে অনুবাদ হয়, তবে এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিশু এবং তাদের পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে। যা জনস্বাস্থ্যের ওপর বড় প্রভাব পড়বে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০২০ সালের গোড়ার দিকে শুরু হওয়া কোভিড মহামারী বিশ্বব্যাপী ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরো অনেক বেশি হতে পারে। এই রোগ এবং এর প্রতি সরকারি প্রতিক্রিয়া উভয়ই বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

গবেষণায় দেখা গেছে, জীবনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সময়ে আইসোলেশনে বাধ্য হওয়া তরুণরা সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হয়েছে।

২০২৩ সালে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত ১৫টি দেশের প্রায় ৪০টি গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, শিশুরা এখনো মহামারী-যুগের শিক্ষাব্যবস্থায় ব্যাঘাতের কারণে সৃষ্ট ঘাটতি পূরণ করতে পারেনি।

গবেষণা কোভিড-১৯

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250