ফাইল ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিক এই ঘোষণায় ময়মনসিংহ বিভাগের জেলাগুলো থেকে লুৎফুজ্জামান বাবর, সৈয়দ এমরান সালেহ ও আব্দুস সালাম পিন্টুসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন পেয়েছেন।
আজ সোমবার (৩রা নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ময়মনসিংহ বিভাগের মধ্যে টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন; টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু; টাঙ্গাইল-৩ আসনে এসএম ওবায়দুল হক নাসির; টাঙ্গাইল-৪ আসনে মো. লুৎফর রহমান মতিন; টাঙ্গাইল-৬ আসনে মো. রবিউল আউয়াল লাবলু; টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী; টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান মনোনয়ন পেয়েছেন।
জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ আসনে এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ আসনে মো. মুস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪ আসনে মো. ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫ আসনে শাহ মো. ওয়ারেস আলী মামুন মনোনয়ন পেয়েছেন। শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন; শেরপুর-২ আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরী; শেরপুর-৩ আসনে মো. মাহমুদুল হক রুবেল মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩ আসনে এম ইকবাল হোসেইন; ময়মনসিংহ-৫ আসনে মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম; ময়মনসিংহ-৭ আসনে ডা. মো. মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ আসনে ফকর উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন।
নেত্রকোণা-১ আসনে কায়সার কামাল, নেত্রকোণা-২ আসনে মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোণা-৪ আসনে মো. লুৎফুজ্জামান বাবর; নেত্রকোণা-৫ আসনে মো. আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।
কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক; কিশোরগঞ্জ-৪ আসনে মো. ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম মনোনয়ন পেয়েছেন।
খবরটি শেয়ার করুন