শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

আইইএলটিএস স্পিকিং ও রাইটিংয়ে সাফল্যের ৮ কৌশল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

আইইএলটিএস হলো আন্তর্জাতিক ইংরেজি দক্ষতা পরীক্ষা, যা বিদেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজনীয়। এটি মূলত চারটি দক্ষতার সমন্বয়ে গঠিত। এগুলো হলো লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং। এর মধ্যে লিসেনিং ও রিডিং তুলনামূলক সহজ হলেও স্পিকিং ও রাইটিং অংশে জড়তা কাটানো অনেকের জন্য কঠিন। চলুন স্পিকিং ও রাইটিংয়ে ভালো করার কিছু কৌশল জেনে নেওয়া যাক।

প্রতিদিন স্পিকিং অনুশীলন করা

স্পিকিং স্কোর বাড়াতে চাইলে ইংরেজি কথোপকথনকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট কথা বলুন, বন্ধুর সঙ্গে, পরিবারের কারও সঙ্গে, কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গেই। নিয়মিত চর্চা নার্ভাসনেস কমায় এবং চিন্তা দ্রুত ভাষায় রূপান্তরিত করার ক্ষমতা তৈরি করে।

ফ্লুয়েন্সিকে প্রাধান্য দিন

স্পিকিং অংশে পরীক্ষকের প্রথম লক্ষ্য আপনার কথার ধারাবাহিকতা। থেমে থেমে বললে স্কোর নেমে যাবে। তাই কথা বলার সময় শব্দ খোঁজার চেয়ে ধারাবাহিকভাবে বলার দিকে মনোযোগ দিন।

ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন

পরীক্ষক মুখস্থ উত্তর নয়, বাস্তব অভিজ্ঞতা পছন্দ করেন। প্রশ্নের উত্তরে নিজের জীবনের গল্প বা উদাহরণ যুক্ত করুন। যেমন প্রিয় জায়গা বর্ণনা করতে গিয়ে শুধু নাম বলার বদলে সেখানে কাটানো একটি স্মরণীয় দিনের কথা বলুন।

রাইটিংয়ে প্রথমেই পরিকল্পনা করুন

লেখা শুরু করার আগে ৩-৫ মিনিট সময় নিয়ে প্রতিটি প্যারাগ্রাফে কী থাকবে, তা ঠিক করে নিন। একটি শক্তিশালী ভূমিকা, ২-৩টি সুসংগঠিত বডি প্যারাগ্রাফ এবং প্রাসঙ্গিক উপসংহার—এ কাঠামো পরীক্ষকের কাছে ইতিবাচক প্রভাব ফেলে। পরিকল্পনা ছাড়া লেখা শুরু করলে অগোছালো হয়ে যায়, যা স্কোর কমিয়ে দিতে পারে।

ভাষার বৈচিত্র্য ও শব্দভান্ডার বাড়ান

একই শব্দ বারবার ব্যবহার করলে লেখা একঘেয়ে হয়ে যায়। সমার্থক শব্দ, বিভিন্ন ধরনের বাক্য গঠন এবং transitional words ব্যবহার করুন। উদাহরণস্বরূপ ‘because’-এর পরিবর্তে ‘due to’ বা ‘owing to’ ব্যবহার করলে লেখা প্রফেশনাল শোনায়। নিয়মিত ইংরেজি নিবন্ধ পড়া ও নতুন শব্দ নোট করে রাখা শব্দভান্ডার সমৃদ্ধ করে।

বানান ও গ্রামারে শুদ্ধতা আনুন

রাইটিংয়ের প্রতিটি নম্বরের জন্য বানান ও গ্রামারের ভূমিকা গুরুত্বপূর্ণ। singular-plural agreement, verb tense ও preposition-এর ভুল অনেক সময় অজান্তেই হয়ে যায়। তাই শেষ ৩-৫ মিনিট নিজের লেখা পড়ে ভুল সংশোধন করার অভ্যাস করুন।

রিডিং ও লিসেনিংয়ে সহায়ক

অনেকে রিডিং ও লিসেনিংকে শুধু আলাদা সেকশন হিসেবে নেন; কিন্তু এগুলো স্পিকিং ও রাইটিংয়ের জন্যও সহায়ক। প্রতিদিন ইংরেজি সংবাদপত্র ও ম্যাগাজিন পড়লে নতুন শব্দ ও বাক্য গঠন শেখা যায়। আর ইংরেজি পডকাস্ট বা নিউজ শোনার মাধ্যমে বিভিন্ন উচ্চারণে অভ্যস্ত হওয়া স্পিকিংয়ের আত্মবিশ্বাস বাড়ায়।

মানসিক প্রস্তুতি নিন

শেষ মুহূর্তে নতুন কিছু মুখস্থ করার চেষ্টা না করে, হালকা অনুশীলনে মন দিন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম পরীক্ষার দিন মনোযোগ এবং আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে।

আইইএলটিএস স্পিকিং ও রাইটিংয়ে সাফল্যের জন্য এক দিনের প্রস্তুতি যথেষ্ট নয়। প্রতিদিনের অনুশীলন, আত্মবিশ্বাস, এবং সঠিক কৌশলই আপনাকে কাঙ্ক্ষিত স্কোরের পথে নিয়ে যাবে। মনে রাখবেন, বড় সাফল্য সব সময় ছোট ছোট প্রস্তুতির ফল। হয়তো সেটিই হবে আপনার বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ারের প্রথম ধাপ।

জে.এস/

আইইএলটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন