শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মঞ্জুরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের *** ‘তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন’ *** পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন *** শহীদ মিনারে অবস্থান নিয়েছেন হাজারো প্রাথমিক শিক্ষক *** পরমতসহিষ্ণুতা রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় অনুপস্থিত *** বাঁকা আঙ্গুল রাজনীতিতে বড় বিপদ: রাজ্জাকী *** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’

বাংলাদেশের ফুচকা বেস্ট : ডোনাল্ড লু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশি ফুচকাকে বেস্ট বলে প্রশংসা করলেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন লু।

ফুচকা খেয়ে লু বলেছেন, ‘বাংলাদেশ’স ফুচকা ইজ দ্য বেস্ট।’

মঙ্গলবার (১৪ই মে) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ২২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ডোনাল্ড লু ও পিটার হাস ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন।

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তারা। খাওয়া শেষে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশ’স ফুচকা ইজ দ্য বেস্ট।’

আরো পড়ুন : ঢাকার মতো লক্কর-ঝক্কর-রংচটা বাস বিশ্বের আর কোথাও নেই: কাদের

এর আগে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। মঙ্গলবার (১৪ই মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

ডোলান্ড লুর তিন দিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে।

ভারত ও শ্রীলংকা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন লু। গত শুক্রবার থেকে লু’র ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, ১০ থেকে ১৫ই মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, লু’র সফরে সেটিই গুরুত্ব পাবে।

গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।

এস/ আই.কে.জে/ 

ডোনাল্ড লু ফুচকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250