ছবি: সংগৃহীত
নব্বই দশকে বলিউডে আলোড়ন ফেলেছিলেন মনীষা কৈরালা। যার রূপে-গুণে সকলেই মুগ্ধ বলা চলে। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী শাহরুখ খানের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাটানো দিনগুলো নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি জানান, সহ অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার গভীর সখ্যতার কথা। এও জানান, মনীষাকে মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন শাহরুখ।
শাহরুখ খানের সঙ্গে ১৯৯৫ সালে প্রথম জুটি বাঁধেন মনীষা। তারা প্রেম লালওয়ানি পরিচালিত ‘গুড্ডু’ ছবিতে জুটি হয়ে কাজ করেছিলেন। এরপর ১৯৯৮ সালে ‘দিল সে’ সিনেমায় জুটি হয়ে জনপ্রিয়তা পায় শাহরুখ-মনীষা জুটি। সেই সিনেমা বক্স অফিসে যেমন বাজিমাত করেছিল তেমনি দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। ছবির গানগুলোও পেয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। অনেকে এই সিনেমাকে বলিউডের একটি ক্লাসিক সংযোজন বলে মনে করেন। তবে এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। যদিও ১৯৯৮ সালে গোবিন্দ ও মনীষা জুটির ‘আচানক’ ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেটাই তাদের একসঙ্গে শেষ কাজ করা।
অভিনেত্রী পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ আমার পুরনো বন্ধু। যখন সে তার মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকতো তখন থেকেই আমাদের ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে চাটাইয়ে বসে আড্ডা দিতাম। বন্ধুত্ব উপভোগ করতাম।’
আরও পড়ুন: দাবানলে গৃহহারাদের জন্য বাড়ি খুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি
তিনি আরও বলেন, ‘যদিও সিনেমা করতে আমি শাহরুখের এক বা দুই বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম, কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক জমজমটা ছিল। শাহরুখ ছিল প্রথম ব্যক্তি যে আমাকে মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিল। সে বলেছিল, ‘মানীষা, আমরা দুজনেই বাইরে থেকে এসেছি। কিন্তু মুম্বাইয়ে থাকতে হলে তোমার একটা নিজের জায়গা দরকার। এতে মনে হবে তুমি তোমার বাড়িতেই আছো।’
বর্তমানে বেশ কিছু কাজে যুক্ত হতে চলেছেন মনীষা। ক্যান্সার জয় করে ফেরা এই চিরকুমারী অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই আমৃত্যু থেকে যেতে চান বলে জানান।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন