রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উদ্দেশে ইসি সচিব—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ *** নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা *** বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারীকে ধরল পুলিশ *** বিবিসি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি *** ডায়াবেটিস, স্থূলতা বা হৃদরোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন *** এক রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন... *** পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী *** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন?

জোর করে বেপারিদের গরু হাটে নামালে ছিনতাই মামলা হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতি বছর ঢাকায় কোরবানির গরুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসা বেপারিদের গরু জোর করে ট্রাক থেকে নামানো হয়। এবার এমনটি করা হলে সংশ্লিষ্ট হাট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (৪ঠা জুন) দুপুরে ডিএমপি সদর দফতরে হাট ইজারাদারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল আজহায় রাজধানীর এক পশু হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। যদি কেউ জোর করে অন্য হাটে গরু নামিয়ে নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা দেওয়া হবে।

হাবিবুর রহমান বলেন, ১৯টি হাটের পৃথক পৃথকভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে। প্রত্যেক গ্রুপে একজন করে পুলিশ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, হাট ইজারাদার প্রতিনিধি যুক্ত থাকবে। এতে দ্রুততম সময়ের মধ্যে যেকোনো সমস্যা সমাধান করা যেতে পারে।

আরো পড়ুন: ট্রেনে ১৪ হাজার টিকিট কিনতে ১ কোটি ৮৫ লাখ হিট

যদি কেউ এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে যে গাড়িতে গরু আনবেন ব্যবসায়ীরা তারা গাড়ির সামনে গরুর হাটের নাম লিখে ব্যানার টানাবেন।

নগর পুলিশপ্রধান বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। পশুর হাটকে কেন্দ্র করে যেন যানজট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখো মানুষ যারা যাতায়াত করবেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে।

কমিশনার বলেন, হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশপাশে এমন ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন।

তিনি জানান, ঢাকার ভেতরে গরুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয়টা ভালোভাবে হওয়া প্রয়োজন। বিশেষ করে জেলা প্রশাসন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ম্যাজিস্ট্রেট থাকবে। তাদের মধ্যে যেন সমন্বয় থাকে। ঢাকার ১৯টি হাটের জন্য ১৯টি সমন্বয় সভা করতে হবে। থানার ওসি, ডিসি ও ট্রাফিক পুলিশ সদস্যরা সমন্বয় করবেন।

এসি/

কোরবানি বেপারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250