শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

রাত ২টা–সকাল ৭টায় শো, দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ নিয়ে তাই ভক্তদের তুমুল আগ্রহ। গতকাল বৃহস্পতিবার, ১৪ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড। 

আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ ১০ বছর পর সব পেয়েছে ‘ধূমকেতু’। কলকাতায় ‘ধূমকেতু’, ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলছে রাত দুইটায়, সকাল সাতটায়। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের 

অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা মধ্যরাত আর সকাল সাতটায় শো পেল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল সাতটার শো–ও হাউসফুল গেছে।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হলমালিকদের। শুধু তা–ই নয়, সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবিটি নিয়ে আগেই থেকেই আগ্রহ ছিল দর্শকের, উত্তেজনার পারদ আরও চড়িয়েছে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচেন, আড্ডা দেন।

ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটায় অভিনেতা দেব তার এক্স হ্যান্ডলে দর্শকদের অনুরোধ করেন, ‘দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।’

এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।

‘ওয়ার ২’, ‘কুলি’র মতো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা থাকলেও কলকাতার দর্শকের আগ্রহ ‘ধূমকেতু’ নিয়েই। ছবিটি শেষ পর্যন্ত কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন