শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ *** হিন্দু-মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না: ফখরুল *** দিল্লিতে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা যেমন, ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের বর্ণনা *** বুলেটের বদলে বই—শিশুদের মুখে হাসি ফেরাচ্ছে ‘সাংস্কৃতিক বাস’ *** যেসব সাংবাদিকের জন্য দোয়া করলেন জামায়াত আমির *** মাঠের রাজনীতিতে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর *** নাইটক্লাব-কাণ্ডে মিথ্যা বলেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার *** ‘বাংলাদেশের পক্ষে পাকিস্তান ভোট দিয়েছে, গল্পটা এখানেই শেষ’ *** তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল *** গণভোটের প্রচার: আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

যেসব সাংবাদিকের জন্য দোয়া করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেছেন তিনি।

গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, গণমাধ্যমকর্মীরা তার নিউজ কাভার করছেন।

ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। 

জামায়াত আমির আরও লেখেন, আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার অনুরোধ। আগামীকাল সবার সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (৩০শে জানুয়ারি) নোয়াখালী ও কুমিল্লাসহ বেশ কয়েক স্থানে নির্বাচনি সমাবেশ করেন জামায়াত আমির। 

কুমিল্লার লাকসামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাথর হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এ যুবকেরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া অন্য কারো ভোটের দিকে হাত বাড়াবেন না।

তিনি বলেন, এই স্লোগান অচল— ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’— না সেদিন এখন আর নেই। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি। এর নাম হচ্ছে এসেন্টস অব ডেমোক্রেসি— গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে মানে না, তাদের দিয়ে কখনোই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকে বেছে নিতে হবে।

বক্তব্যে তিনি বলেন, আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগম পাড়া নেই। আমাদের আছে একটাই পরিচয়, গর্বের বাংলাদেশ।

জে.এস/

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250