শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট *** বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তারা জানিয়েছেন, বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম যদি তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে; তাহলে আগামীকাল শুক্রবার থেকে তারা মাঠে খেলতে নামবেন।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি তাতে সম্মত হননি। ক্রিকেটারদের একটি সূত্র জানিয়েছে, বিসিবির সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়েছে। আমিনুলের সঙ্গেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক।

ফোনের স্পিকার অন করে হওয়া কথোপকথনে ক্রিকেটাররা ওই দাবি জানিয়ে বলেন, যেহেতু এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে খেলছে; একই সঙ্গে তারাও বিপিএল খেলতে চান; ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা কাল থেকে মাঠে নামতে প্রস্তুত। তবে সেটি শর্ত সাপেক্ষে।

মুঠোফোন কথোপকথনে ক্রিকেটাররা শর্ত দেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন; তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে এ জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে।

কিন্তু বিসিবির সভাপতি আমিনুল নাকি ক্রিকেটারদের এটি সম্ভব নয় বলে জানিয়েছেন। তার দাবি, নাজমুল এরই মধ্যে তাদের কাছে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্যে তিনি ক্ষমা চাইতে পারবেন না। বিসিবি সভাপতি তাকে এ ধরনের কোনো অনুরোধ করতে পারবেন না বলেও নাকি জানিয়ে দেন ক্রিকেটারদের।

ক্ষুব্ধ ক্রিকেটাররা তখন তাকে বলেন, নাজমুল সম্মানিত ব্যক্তি, তাই বলে ক্রিকেটারদের কি সম্মান নেই! তিনি যেহেতু প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করেছেন; ক্ষমাও তাকে প্রকাশ্যেই চাইতে হবে। আমিনুল ক্রিকেটারদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় অসমাপ্তভাবেই শেষ হয় দুই পক্ষের আলোচনা।

এ ব্যাপারে জানতে বিসিবির সভাপতি আমিনুলসহ একাধিক পরিচালককে ফোন করেও পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ রকম একটি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমকে।

নাজমুলকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী আগামীকাল দুটি ম্যাচ হওয়ার কথা।

এম নাজমুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250