ছবি: সংগৃহীত
চার বছর যাবত এক মেয়ের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক। তবে বেকার থাকায় চার বছরের ভালোবাসার সম্পর্কের ইতি টেনে চলে গেছে প্রেমিকা। রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন হাসেম আল ওসামা নামে এক যুবক।
সোমবার (৮ই জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ এর তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পারেননি তিনি। বিচ্ছেদের পর চুল, দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শপথও করেছেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না। বিয়েও করবেন না তিনি।
প্রেমিক হাসেম আল ওসামা গণমাধ্যমকে বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মোছা. নূপুর খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল।
তিনি বলেন, কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।
হাসেম আল ওসামা আরও বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না।
এইচআ/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন