শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

২০০ কোটি রুপির সম্পত্তি বিলিয়ে সন্ন্যাসী হলেন এই দম্পতি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজকীয় জীবন ছেড়ে সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাস জীবনের। এ জন্য বিলিয়েছেন নিজেদের তিলে তিলে গড়া ২০০ কোটি রুপির সম্পত্তি। বিচিত্র এমন ঘটনার তথ্য জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সোমবার (১৫ই এপ্রিল) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের এক ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য নিজেদের যাবতীয় সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তারা।

সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ন্যাস জীবন বেছে নেওয়া ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভাণ্ডারি। নির্মাণ কাজের ব্যবসা করা ওই ব্যবসায়ী গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা। গত ফেব্রুয়ারিতে ধর্মীয় এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ২০০ কোটির সম্পদ বিলিয়ে দেন তিনি। আগামী ২২শে এপ্রিল শপথ নেওয়ার পর তাদের সন্ন্যাস জীবন শুরু হবে।

আরো পড়ুন : এখনো গুহায় বাস করে যেখানকার মানুষ!

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি দানের জন্য এক শোভাযাত্রার আয়োজন করেন এ দম্পতি। রাজকীয় সাজে সেজে ট্রাকে করে চার কিলোমিটার পাড়ি দেন তারা। এ সময় নগদ অর্থের পাশাপাশি তারা বাড়ির এসি থেকে শুরু করে নিজেদের স্মার্টফোনও বিলিয়ে দেন তারা।

প্রশ্ন উঠেছে, সব সম্পত্তি দান করে কীভাবে কাটবে বাকি জীবন? জানা গেছে, সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে ফেলতে হবে। কোনো সম্পত্তি রাখতে পারবেন না তারা। পাথেয় বলতে তাদের থাকবে কেবল সাদা রঙের দুটি পোশাক আর সঙ্গে নেবেন ভিক্ষার পাত্র ‍ও একটি ঝাড়ু। জৈন ধর্মের অনুসারী সন্ন্যাসীরা কোথায় বসতে গেলে ঝাড়ু ‍দিয়ে আবর্জনা সরিয়ে নেন। ফলে তাদেরও একই পন্থা মেনে চলতে হবে। শপথ নেওয়ার পর তারা খালি পায়ে গোটা ভারত ঘুরবেন। আর ভিক্ষার অর্থেই চলতে তাদের জীবন।

এর আগে ভবেশ দম্পতির ১৯ বছরের মেয়ে ও ১৬ বছরের ছেলে সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন। সন্তানদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে এক হীরা ব্যবসায়ী ধনকুবের দম্পতি সব সম্পদ দান করে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল।

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/


দম্পতি সন্ন্যাসী সম্পত্তি

খবরটি শেয়ার করুন