বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সৌদি আরবের যুবরাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চার দিনের আনুষ্ঠানিক সফরে আজ সৌদি আরবে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৩ই মে) সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর রয়টার্সের।

সৌদি আরবের যুবরাজের সঙ্গে ট্রাম্পের বেঠকের সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ সফরে ট্রাম্পের সঙ্গে আরও আছেন আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী ও করপোরেট নেতৃত্বের একটি প্রতিনিধিদল।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চার দিনের এ সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি সই। আর ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা এ সফরের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো।

এদিকে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে যোগ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আগামীকাল বুধবার (১৪ই মে) তিনি কাতারে যাবেন। আগামী বৃহস্পতিবার (১৫ই মে) সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প।

আধুনিককালের প্রেসিডেন্টরা প্রথম বিদেশ সফরের জন্য সাধারণত ব্রিটেন, কানাডা কিংবা মেক্সিকোকে বেছে নিলেও ডোনাল্ড ট্রাম্প এর ব্যতিক্রম হিসেবে প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। আর দ্বিতীয় দফার প্রেসিডেন্ট মেয়াদে সৌদি আরবের মাধ্যমেই তিনি প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করলেন। 

এর আগে গত জানুয়ারিতে যুবরাজ ঘোষণা করেছিলেন, সৌদি আরব আগামী চার বছরে আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭৩ লাখ ২০ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে। যদিও এ অঙ্ক বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১২১ লাখ ৫২০ হাজার কোটি টাকা) করা হবে বলে ট্রাম্প জানান।

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আমেরিকা সৌদি যুবরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250