ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে মাদকবিরোধী এক আলোচনা অনুষ্ঠানে তওবা করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাজী ওয়াদুদ রতন নামের এক ব্যবসায়ী। শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেলে জেলার রামের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করে রামের ডাঙ্গা এলাকার যুব সমাজ ও এলাকাবাসী। ওই অনুষ্ঠানে অংশ নেন শত শত মানুষ।
ওই সময় রামের ডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী কাজী ওয়াদুদ রতন মাওলানা আনিছুর রহমান আনিছের কাছে তওবা পাঠ করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।
ওআ/ আই.কে.জে/