সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

স্বজন সিপিভিসি প্লাম্বার ফুটবল ফেস্টের চ্যাম্পিয়ন রামপুরা রাইডার্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

‘স্বজন সিপিভিসি’ বাংলাদেশের প্লাম্বিং শিল্পে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের একমাত্র NSF USA-সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড হিসেবে স্বজন সিপিভিসি প্রথমবারের মতো আয়োজন করেছে ‘প্লাম্বার ফুটবল ফেস্ট-২০২৫’। এই ব্যতিক্রমী আয়োজনে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে প্লাম্বাররা একত্রিত হয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

পূর্বাচলের কনকর্ড সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা প্লাম্বারদের জন্য কেবল ক্রীড়াশৈলী দেখানোর সুযোগই ছিল না, বরং এটি ছিল তাদের জন্য একটি বিশেষ উৎসবের দিন। স্বজন সিপিভিসি সর্বদা গুণগত মানের পাশাপাশি পেশাদার প্লাম্বারদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। এই আয়োজন সেই লক্ষ্যকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।

প্রথম ম্যাচ থেকেই দর্শকদের জন্য ছিল চমকের পর চমক! প্রথম খেলাতেই ৭টি গোল হয়, যা পুরো ইভেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিটি ম্যাচেই প্লাম্বাররা নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন এবং মাঠে যেন এক অবিশ্বাস্য প্রতিযোগিতা চলে। গোল, নাটকীয় মুহূর্ত ও চূড়ান্ত উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে গেছে পুরো দিনটি।

আরো পড়ুন : এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজছেন শান্ত!

দিনের শেষে, রামপুরা রাইডার্স তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে। দলগত সমন্বয়, লড়াইয়ের মানসিকতা ও ফুটবলের প্রতি নিবেদন তাদের এই সাফল্য এনে দিয়েছে।

প্লাম্বারদের কাজ কেবল অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়, তাদের জন্য প্রয়োজন মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনও। স্বজন সিপিভিসি এই আয়োজনের মাধ্যমে সেই সুযোগ করে দিয়েছে, যা বাংলাদেশে প্লাম্বারদের জন্য এ ধরনের প্রথম আয়োজন। শুধু প্লাম্বাররাই নয়, স্বজনের ডিলাররাও অত্যন্ত আগ্রহ নিয়ে এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন এবং তাদের নিজ নিজ দলকে সমর্থন দিয়েছেন।

এই বিশাল সাফল্যের পর, স্বজন সিপিভিসি প্লাম্বার ফুটবল ফেস্টের আয়োজকরা ঘোষণা করেছে যে, এখন থেকে এটি প্রতি বছর আয়োজন করা হবে। এটি এখন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি পরিণত হয়েছে স্বজন সিপিভিসির একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামে।

এস/কেবি/ আই.কে.জে/ 

ফুটবল ফেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250