রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজছেন শান্ত!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না।

কেন বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে বারবার এমন ব্যর্থ হয়? অথচ ঘরের মাঠে বা দ্বিপাক্ষীয় সিরিজ হলে মাঝেমধ্যেই বড় দলগুলোকে হারিয়ে থাকে বাংলাদেশ।

শান্তও সেই বাস্তবতা মেনে নিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

আরো পড়ুন : ৪৫টি কারাগারে দেখানো হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়ে জেতার আশা করা কঠিন। তারপরও কিউইদের শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বোলাররা চেষ্টা করেছেন, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা উচিত না বলে মনে করেন শান্ত, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।’

শান্ত যোগ করেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’

এস/ আই.কে.জে


শান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন