মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান পুনর্লিখন ও মূলনীতি পরিবর্তনের বিপক্ষে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৭৮টি প্রস্তাবেই দ্বিমত জানিয়ে মতামত জমা দিয়েছে গণফোরাম। দলটি কমিশনের ৫৮ প্রস্তাবে একমত এবং ২৪টি প্রস্তাবে আংশিকভাবে একমত। 

অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৯টি প্রস্তাবে একমত, ২২টিতে দ্বিমত এবং ৩৪টিতে আংশিকভাবে একমত।

আজ রোববার (১৩ই এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে মতামত জমা দেয় গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলাম। এ সময় কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল মতামত জমা দেয়। তিনি জানান, সংবিধান পুনর্লিখন ও মূলনীতি পরিবর্তনের বিপক্ষে গণফোরাম।

জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে সংস্কার প্রস্তাবনা জমা দেয় দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বিবাহ, তালাক, পারিবারিক সম্পদ বণ্টন ও ধর্ম অবমাননা বিষয়ে আলাদা আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করেছে দলটি।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে।

এইচ.এস/

জাতীয় ঐকমত্য কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন