বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুজ কারা, তাদের রক্ষায় কেন সিরিয়ায় বোমা ফেলছে ইসরায়েল *** সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা *** জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা *** যৌনকাজ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ থাই নারী গ্রেপ্তার *** গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না পুলিশ, আইজিপির দাবি *** গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি *** গোপালগঞ্জে সংঘর্ষের সবশেষ খবরে যা জানা গেছে *** ‘জুলাই শহীদ দিবস’ পালিত *** গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবেন না: অন্তর্বর্তী সরকার *** বাংলাদেশ-ভারতকে বিবেচনা করে অলিম্পিকে ক্রিকেটের সূচি

জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সমৃদ্ধ ক্যারিয়ারে জনপ্রিয় সব টিভি সিরিজসহ ‘উই আর দ্য মিলার্স’ এবং ‘মার্ডার মিস্ট্রি’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার নিজের অন্যরকম এক ইচ্ছার কথা জানালেন এ তারকা অভিনেত্রী। একটি ব্রডওয়ে নাটকে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন এ হলিউড তারকা।

বিনোদন ম্যাগাজিন ‘পিপল’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ফ্রেন্ডস’খ্যাত এইঅভিনেত্রী জানান, তিনি ব্রডওয়েতে একটি নাটকে অভিনয় করতে চান। তিনি এও উল্লেখ করেছেন যে, এমন একটি কাজ করার এটাই সঠিক সময়। ১৯৯৪ সালে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যানিস্টন তুমুল পরিচিতি পান। পরবর্তী সময়ে বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

‘পিপল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটক করতে চাই। এটি আমার বাকেট লিস্টে আছে। কিন্তু সময় খুঁজে বের করা এবং সঠিক অংশ, সঠিক উপাদান খুঁজে বের করাটাই এখন মুখ্য বিষয়... তবে আমাকে অবশ্যই ব্রডওয়েতে একটি নাটক করতে হবে।’

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচিত এ অভিনেত্রী ১৯৬৯ সালে অভিনেতা জন অ্যানিস্টন এবং ন্যান্সি ডাওয়ের ঘরে জন্মগ্রহণ করেন। ব্রডওয়ের বাইরে কিছু প্রযোজনা এবং টেলিভিশন শোতে অভিনয় করার পর অ্যানিস্টন ১৯৯৩ সালে ভৌতিক কমেডি ‘লেপ্রেচাঁ’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান।

বর্তমানে অ্যানিস্টন ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো ৪’-এ অভিনয় করছেন, যা সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিরিজে রিস উইদারস্পুনকেও দেখা যাবে।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন