রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পণ্য নিয়ে কারসাজি করলে বিশেষ আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জিনিসপত্রের দাম নিয়ে কারসাজি করা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৫ই মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ডিসিদের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী এ কথা বলেন।

আরো পড়ুন: ঝটিকা অভিযান,বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা

আইনমন্ত্রী আরো বলেন, মোবাইল কোর্টে হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, সারাদেশে মামলার জট কমাতে পদক্ষেপ নেয়ার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ সময় বেইলি রোডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

এইচআ/ 

আইনমন্ত্রী আনিসুল হক বাজার কারসাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন