রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

দক্ষিণ এশিয়ার নতুন আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

বাংলাদেশ ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে নতুন আঞ্চলিক জোট গঠন করতে পারে চীন—এমন গুঞ্জন উঠেছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে চাউর হয়েছে। বিশেষ করে, গত ৯ই জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ বিষয়ে গুঞ্জন আরও উসকে উঠেছে। ভারতীয় হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ জোটের নাম হতে পারে ‘সাউথ এশিয়া-চায়না অ্যালায়েন্স’ (এসএএসএ বা SACA বা সাকা)।

দক্ষিণ এশিয়া ও চীনের সহযোগিতা কেন্দ্রিক এ প্রস্তাবিত জোটকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হিসেবে চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, সাকা-জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী আগস্ট মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও এ জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে প্রাথমিক তিনটি দেশের বাইরেও এ জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানে চীনা কূটনীতিকরা সক্রিয়ভাবে লবিং করছেন। প্রাথমিকভাবে মালদ্বীপ ও আফগানিস্তান জোটে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে এখনো কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সর্বশেষ পূর্ণাঙ্গ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার জেরে ২০২০ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বয়কট করে ভারত।

এ প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় চীন তার দীর্ঘমেয়াদি অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। পাকিস্তান ইতিমধ্যে চীনের বৃহত্তম বিনিয়োগ অংশীদার। দেশটিতে চীনের ৬ হাজার কোটি ডলারের প্রকল্প চলমান। এখন চীনের আঞ্চলিক কৌশল, বিশেষ করে ভারতের নেতৃত্বাধীন সার্কের জবাবে গড়ে ওঠা সাকা জোটের অগ্রগতিতেও মুখ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান।

চীন-পাকিস্তানের উদ্যোগে এ নতুন জোট গঠনের আলাপ সামনে আসার পরপরই ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবিনাশ মোহনানী বলেছেন, আমেরিকা যেভাবে বিশ্বজুড়ে জোট গড়েছে, ঠিক সেভাবেই চীন এখন ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, ‘চীন এখন পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প জোট গড়ছে। এখন তাদের প্রভাব নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়ছে।’

নতুন আঞ্চলিক জোট গঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250