৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ
এই মুহূর্ত থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
🕒 প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি। সোমবার (২০শে জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন। খবর রয়টার্সের।
শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট। বলেন, এই মুহূর্ত থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই আমেরিকাকে ঈর্ষা করবে। কিন্তু কাউকে আমেরিকার কোনো সুযোগ নিতে দেয়া হবে না।
যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচারসহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, পুনরুদ্ধার করা হবে আমেরিকার সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায়বিচারের ভারসাম্য। শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের প্রধান মনোযোগ একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা।
দক্ষিণ সীমান্তে জরুরী অবস্থা ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি সাউর্দান বর্ডারে জরুরী অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই আমেরিকায় প্রবেশ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে নিজ দেশে।
শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটন।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
আই.কে.জে/
এই মুহূর্ত থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ : ডোনাল্ড ট্রাম্প
🕒 প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫
সাইফ আলির ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন : আইনজীবী
🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫
বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে চায় চীন
🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫
খুব সহজেই বানাতে পারেন চিজ কেক
🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫
ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা
🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫