ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিলে কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টানা দ্বিতীয় মৌসুম পৌঁছে গেলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
কোয়ার্টার ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। যদিও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলো তারা এবং হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদের কাছে। এবারও সে পথে রয়েছে।
তবে কোয়ার্টারে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। কারণ, সেখানে রয়েছে বার্সেলোনা। ১৯৯৭ সালে একবারই চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিলো তারা।
লিলের জন্য দুঃখজনক বিদায় হলো। ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ছিল তাদের। বিশেষ করে গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর পর। আবার গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে তারা।
রবি.হক/
খবরটি শেয়ার করুন